Top Sliderমেয়র কর্ণার

জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে প্রথম স্থান অধিকার করে নন্দিগ্রাম পৌরসভা।

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ধানসিঁড়ি সভাকক্ষে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর নিবার্হী কর্মকর্তা আব্দুর বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান। এ সময় পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলার ৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করে নন্দীগ্ৰাম পৌরসভা। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ অবদান রাখায় নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শিফা নুসরাত। পরে পৌরসভার আয়োজনে জন্ম নিবন্ধন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্ম নিবন্ধন সনদের সঙ্গে শিশু বাচ্চাদের মাঝে তোয়ালে বিতরণ করা। জন্ম নিবন্ধন শাখায় সফলতার সাথে তথ্য প্রেরণ ও জন্ম সনদে মৃত্যু সনদে সার্টিফিকেট সঠিকভাবে দায়িত্ব পালন করায় পৌরসভার নিবার্হী কর্মকর্তা আব্দুর বাতেন পৌরসভার কাউন্সিলর শাইরুল ইসলাম সহ ৯ জন কে সম্মানীত করেন পৌরসভার মেয়র আনিছুর রহমান। জানা গেছে, জন্ম নিবন্ধনের ভোগান্তি নিরসনের বর্তমান মেয়র মোঃ আনিছুর রহমান ভুল হওয়া সকল জন্ম নিবন্ধন সংশোধন করার পদক্ষেপ গ্রহন করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন । সংশোধিত সকল জন্ম নিবন্ধন পৌর এলাকার সকলের বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার কর্মকর্তাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন তিনি । “পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্ম নিবন্ধন সনদের সঙ্গে তোয়ালে উপহার দেন পৌরসভার মেয়র আনিছুর রহমান।

আরো পোস্ট সমূহ

Back to top button